তবুও ফুল ফোটে এ শহরে।। সাহিত্য

শেয়ার করুন           পৃথিবীর সব শহরের মতই আমাদের তায়েফ শহরও এখন অবরুদ্ধ। বাৎসরিক ছুটি শেষ করে এ শহরে যখন ফিরে এসেছি দু’মাস আগে, তখনও করোনার এতোটা বিস্তার ঘটেনি সৌদি আরবে। কিন্তু ধীরে ধীরে এদেশের চিত্রটাই বদলে গেলো। এবারের ছুটিতে একসঙ্গে অনেকগুলো দেশে পা রেখেছিলাম; ঢাকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া; ফিরতি পথে আবার ঢাকা হয়ে কর্মস্থল সৌদি আরবে। করোনা বিস্তারের আগে আগে অনেকেই বিভিন্ন দেশে গিয়ে আটকা পড়েছেন। আমার ক্ষেত্রে তা ঘটে নি। ভ্রমণসময়টা পুরোপুরিই আমাকে আনুকূল্য দিয়েছিল। ১৪ মার্চ যেদিন ঢাকা থেকে রিয়াদ বিমানবন্দর এলাম, শুনলাম সে রাত থেকেই বিশ্বের সকল দেশের সঙ্গে … Continue reading তবুও ফুল ফোটে এ শহরে।। সাহিত্য